চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় লাগেজে খণ্ডিত মরদেহ পাওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ভুক্তভোগীর নাম মো. হাসান (৬০)। তিনি বাঁশখালীর উপজেলার কাথারিয়া এলাকার সাহেম মিয়ার ছেলে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক ইলিয়াস খান সাংবাদিকদের বলেন, গত ২১ সেপ্টেম্বর পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাট এলাকায় সড়কের পাশে পড়ে থাকা একটি লাগেজ থেকে উদ্ধার করা হয়েছিল মানুষের শরীরের ৮টি খণ্ড। এরপরই আমরা এর রহস্য উদঘাটনে কাজ শুরু করি।
আজ নগরীর আকমল আলী সড়কের পকেট গেইট এলাকা থেকে লাশের খণ্ডিত অংশের বাকী দেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত অভিযান শেষে জানানো হবে।