চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম আবুধাবীতে আগমন উপলক্ষে হাটহাজারী প্রবাসী কমিউনিটি আবুধাবির উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার বাদে জোহর আবুধাবির বাংলাদেশ সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সহ সভাপতি মোহাম্মদ শওকত আকবর। সাবেক ছাত্রনেতা রিয়াদ বিন রাজুর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জাফর আহমদ, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার, হাটহাজারীর ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম হায়দার প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মাওলানা মমতাজুল হক। বক্তব্য রাখেন ইকবাল হোসেন বাদল, রাশেদুল আলম সাকিব, মোহাম্মদ ছরোয়ার, গোলাম কাদের ইফতি, শহীদুল ইসলাম শহীদ, আবদুর রহিম বাবুলসহ আরো অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।












