গুণগত স্বাস্থ্যসেবা সামগ্রিক উন্নয়নে অনিবার্য শর্ত

কর্মশালায় ড. ইফতেখার

| শনিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ

সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর (কঃ) আসন্ন ওরশ শরীফ উপলক্ষে ইমেজ সংস্থা ও লীলাবতী দাতব্য চিকিৎসালয়ের যৌথ উদ্যোগে মাতৃস্বাস্থ্য, প্রসূতিসেবা ও জরায়ু ক্যান্সার সম্পর্কিত এক কর্মশালা গত ১৮ সেপ্টেম্বর ইমেজের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্য্যগিরি আশ্রম শাখার ব্যবস্থাপনায় দুই পর্বের অনুষ্ঠানের উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন চবির সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। দ্বিতীয় পর্বের কর্মশালা পরিচালনা করেন ডা. রিম্পী বড়ুয়া ও ডা. মুস্তারী আরজু। বিপ্লব চৌধুরী কাঞ্চন, টিটু চৌধুরী, ধীমান দাশ, সমীর কান্তি দাশ, কৃষ্ণ বৈদ্য, নারায়ণ কুমার আচার্য, বিজন শীল, ঝুমুর সর্দার, তরুণ কুমার আচার্য কৃষ্ণ, সলিল আচার্য্য, দীপ আচার্য, শিপ্রা বসু মল্লিক, সোমা চৌধুরী সুমি, ইমেজ মো. নিজাম উদ্দিন, তনুশ্রী দাশ, জেবুন্নেছা, টিনা দাশ। শেষে ৪০ জন রোগীকে ভায়াটেস্ট ও ৩০ জন রোগীকে ফ্রি জরায়ু ক্যান্সারের টিকা প্রদান করা হয়। প্রধান অতিথি বলেন, আধুনিক চিকিৎসা বিশ্ব পরিমন্ডলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। গুণগত স্বাস্থ্যসেবা সামগ্রিক উন্নয়নে অনিবার্য শর্ত ।

বাংলাদেশেও চিকিৎসাসেবার মানোন্নয়নে সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোশাক শ্রমিকের মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে সমাবেশ
পরবর্তী নিবন্ধহাটহাজারী প্রবাসী কমিউনিটি আবুধাবির মতবিনিময় সভা