চবি উদ্ভিদ বিদ্যা বিভাগ সাবেক-বর্তমানদের মিলনমেলা

চবি প্রতিনিধি | শনিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের তৃতীয় পুনর্মিলনী প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কিউবা) উদ্যোগে অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বর্ণাঢ্য র‌্যালির মাধমে শুরু হয় পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় সড়ক হয়ে শহীদ মিনার ও জয় বাংলা চত্বর প্রদক্ষিণ করে উদ্ভিদ উদ্যানে এসে শেষ হয়। এরপর সেখানে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব।

এদিন বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে, শত ব্যস্ততাকে ফেলে রেখে বিভাগটির বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা ছুটে এসেছেন প্রাণের ক্যাম্পাসে। একটি দিনের জন্য হলেও সকলে যেন ফিরে পেয়েছেন যৌবনে কাটানো সোনালী মুহূর্তগুলোকে। দীর্ঘদিন পর ক্যাম্পাস জীবনের বন্ধুবান্ধবী কিংবা সিনিয়রজুনিয়রকে কাছে পেয়ে আড্ডায় মেতে উঠেন তারা। অনেকে দলবেধে কফি খাচ্ছেন, কেউ ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ঘুরে পুরনো স্মৃতিগুলোকে রোমন্থন করছেন, কেউ গান গাইছেন, কেউবা স্ত্রী সন্তানকে স্মৃতিময় জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছেন। দীর্ঘদিন আগে পড়াশোনার পাঠ চুকিয়ে চলে যাওয়া ক্যাম্পাসের যে পরিবর্তন তা আগ্রহের সঙ্গে দেখছেন আর ক্যামেরাবন্দি করছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান এলামনাই এসোসিয়েশন (কিউবা) আয়োজিত এ পুনর্মিলনী উপলক্ষে একটি সেমিনার ও আলোচনা সভা আয়োজিত হয়। কিউবার সভাপতি সিনিয়র সচিব (পিআরএল) এন এম রিজাউল আলমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব (পিআরএল) . মো. আব্দুল মান্নান। প্রবন্ধ উপস্থাপন করেন উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. মোশাররফ হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা রুমঝুম ভূঁইয়া, কিউবার সহসাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আরিফ ও জুলিয়া জেসমিন মিলি। আইসিটি মন্ত্রণালয় ও কিউবার যৌথ উদ্যোগে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তৌহিদ হোসাইন। বক্তব্য রাখেন উদ্ভিদবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দিন, পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক শাহ মো. মোশাররফ হোসাইন।

পূর্ববর্তী নিবন্ধছৈয়্যদ মঈজুদ্দীন আল-ফারুকীর মাজার গেইটের ভিত্তিপ্রস্তর স্থাপন
পরবর্তী নিবন্ধউন্নয়নের মহাসড়কে আমাদের গতি এখন অপ্রতিরোধ্য