বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ সংগঠন ‘ডাক দিয়ে যাই’ এর ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার চট্টগ্রামে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বাউবি চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের সাধারণ সম্পাদক ও মহসিন কলেজের ভিপি মো. পারভেজ খান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি টিপু সুলতান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কাজী জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সবুজ চৌধুরী, আরাফাত হোসেন মিল্টন, প্রচার সম্পাদক শাহাজাহান, উপদেষ্টা আলী আজম বাবলু, কেন্দ্রীয় সদস্য কফিল উদ্দিন, খোরশেদ আলম সোহেল ও মাসুম।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের সদস্য রেজাউল করিম, রশিদ, সাকিল, মিজান, নীল, রাসেল, তাজ্জত, সাদিয়া চৌধুরী, রবিন, ওমর ফারুক, তানভীর, মানিক, আখি, নিশি, অহনা, কাজল, দিদার, জুলি, সজীব, সালমা, হাবিব, শুক্লা, ইয়াছিন, আফসিন, আরমান, মান্নান, দিলুয়ারা, প্রমি ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে টিপু সুলতান বলেন, বাউবি শিক্ষার্থীদের সহযোগিতার জন্য যারা মাঠে কাজ করছেন তাদেরকে নিয়ে কিছুদিনের মধ্যে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের নতুন কমিটি দেওয়া হবে। দেশব্যাপী মাস জুড়ে বাকি আঞ্চলিক কেন্দ্রে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে সংগঠন। প্রেস বিজ্ঞপ্তি।











