সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেন, “স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে একটি উন্নত-সমৃদ্ধ দেশের পথে রয়েছে বাংলাদেশ। এক সময়ের ‘তলাবিহীন ঝুড়ি’র অপবাদ দূর করে উন্নয়নের মহাসড়কে আমাদের গতি এখন অপ্রতিরোধ্য।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের অর্থনীতির পাশাপাশি সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে ঘটেছে অবিশ্বাস্য পরিবর্তন। বদলে যাওয়া এই বাংলাদেশে নারীর ক্ষমতায়নও ঘটেছে প্রশ্নাতীতভাবে। কয়েক দশক আগেও বলতে গেলে ঘরবন্দি নারী এখন অর্থনীতি-রাজনীতির বলিষ্ঠ নিয়ন্ত্রক। নারীর চূড়ান্ত স্বাধীনতা ও ক্ষমতায়নে আমাদের এখনও অনেক পথ যেতে হবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সামনে উন্নয়ন ও উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার লক্ষ্যে স্মার্ট বাংলাদেশের যে রূপকল্প উপহার দিয়েছেন তাতে বাংলাদেশের পিছিয়ে পড়ার আর কোনো সুযোগ নেই।”
তিনি আজ বিকালে এওচিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা বেগমের সঞ্চালনায় সভায় তিনি এ কথা বলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক সাজেদা সুরাত, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আ ম ম মিনহাজুর রহমান, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নজরুল ইসলাম সিকদার, এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ, সাতকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দীন, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, নবাব মিয়া রকিব, নাসরিন সুলতানা ঝুমা, রোকসানা আক্তার, মিঠুন নাগ, ফরহাদুল ইসলাম, পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ ইদ্রিচ, যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন, আনিসুর রহমান প্রমুখ।