এভারকেয়ার হসপিটাল গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবে ক্যান্সার সচেতনতামূলক বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে। সভায় ক্যান্সার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। মূল আলোচক ছিলেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিকেল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি এক্সপার্ট ডা. সাইমন প্রদীপ পাভমনি। বক্তব্য দেন, মেডিকেল অনকোলজি ও রেডিওথেরাপি বিভাগের এ্যাটেন্ডিং কনসালটেন্ট ডা. তানভির আহমেদ।
ডা. সাইমন প্রদীপ পাভমনি বলেন, আধুনিক প্রযুক্তিযুক্ত রেডিয়েশন চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে রোগ নিরাময় ও সুস্থতার হার বৃদ্ধির পাশাপাশি ক্যান্সার প্রতিরোধ এবং ক্যান্সার চিকিৎসার সফলতা বৃদ্ধি করা সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।