হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষক আলহাজ্ব মাস্টার মোহাম্মদ একরামুল হক (৭০) নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার দিবাগত রাতে মারা যান। এই দিন বিকালে হাটহাজারী – নাজিরহাট মহাসড়কের পৌরসভার নূর মসজিদ এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। তিনি ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর গ্রামের মরহুম হাজী মোহাম্মদ সোলাইমানের পুত্র। তিনি পরিবার পরিজন নিয়ে হাটহাজারী পৌরসভা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিহতের আত্মীয়ের সূত্রে জানা যায়, মোহাম্মদ একরামুল হক মাস্টার গত মঙ্গলবার বিকালে স্থানীয় নূর মসজিদে নামাজ আদায় করতে যায়। নামাজ শেষে মহাসড়ক পার হয়ে বাসায় ফেরার পথে বেপরোয়া গতিতে আসা একটি মোটর সাইকেল তাঁকে চাপা দিয়ে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে নগরীর একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যায়। গত বুধবার মরহুমের গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।