বুলগেরিয়া ও মালি–র স্বাধীনতা দিবস
৭১৬ দামেস্কের সম্রাট সুলায়মানের মৃত্যু।
১৪৯৯ সুইজারল্যান্ড স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি পায়।
১৫৯৯ লন্ডনে ফাউন্ডার্স হালে ২৪ জন ব্যবসায়ী ভারতে ব্যবসা করার সিদ্ধান্ত নেন। এভাবেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠে।
১৬০৭ ইতালীয় চিত্রশিল্পী আলেস্ান্দ্রো আল্লোরি–র মৃত্যু।
১৭৯১ ইংরেজ পদার্থবিদ ও রসায়নবিজ্ঞানী মাইকের ফ্যারাডে–এর জন্ম।
১৭৯২ ফ্রান্সে রাজকীয় ক্ষমতা সীমিত করে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৮০০ ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী জর্জ বেনথামের জন্ম।
১৮৬২ আব্রাহাম লিংকন ক্রীতদাসদের মুক্তির আদেশ সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করেন।
১৮৮৫ সুইডিশ চিত্রপরিচালক এরিখ ফন স্ট্রোহাইম–এর জন্ম।
১৯০১ নোবেলজয়ী কানাডীয় মার্কিন শল্যবিদ ও ভেষজ গবেষক চার্লস বুগগিনস–এর জন্ম।
১৯০৮ বুলগেরিয়া স্বাধীনতা লাভ করে।
১৯১৪ ফরাসি ঔপন্যাসিক আলাঁ–ফুর্নিয়ে নিহত হন।
১৯২২ নোবেলজয়ী (১৯৫৭) চীনা–মার্কিন পদার্থবিদ চেন নিং ইয়াং–এর জন্ম।
১৯৩২ শহিদ বুদ্ধিজীবী ডাক্তার মোহাম্মদ ফজলে রাব্বি–র জন্ম।
১৯৩৭ আন্দামানে নির্বাসিত সশস্ত্র বিপ্লববাদী কারাবন্দির শেষ দলটি মুক্তি পায়।
১৯৩৭ চীনের কমিউনিস্ট পার্টির সিদ্ধান্তক্রমে দশ বছর ব্যাপী গৃহযুদ্ধের অবসান ঘটে।
১৯৩৯ বিশ্বের প্রথম এভারেস্ট বিজয়ী নারী জুনকো তাবেই–এর জন্ম।
১৯৫৬ নোবেলজয়ী (১৯২১) ইংরেজ রসায়নবিদ ফ্রেডেরিক সডি–র মৃত্যু।
১৯৬০ সুদানি প্রজাতন্ত্র নাম পরিবর্তন করে এবং স্বাধীন প্রজাতন্ত্রী মালি হয়।
১৯৬২ নিউজিল্যাণ্ডীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার মার্টিন ক্রো–র জন্ম।
১৯৭০ কথাসাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়–এর মৃত্যু।
১৯৭৪ ‘কমিউনিস্ট মেনিফেস্টো’র প্রথম বাংলা অনুবাদক সৌমেন্দ্রনাথ ঠাকুর–এর মৃত্যু।
১৯৮০ গবেষক, ইতিহাসবেত্তা, শিল্পশাস্ত্রী সরসীকুমার সরস্বতীর মৃত্যু।
১৯৮৪ ব্রাজিলীয় ফুটবলার থিয়াগো সিলভা–র জন্ম।
১৯৮৯ মার্কিন পপ তারকা আভিং বার্লিনের মৃত্যু।
১৯৯০ একাদশ এশিয়াড শুরু হয় চিনের রাজধানী বেইজিঙে।
১৯৯১ মারাঠি ও হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য অভিনেত্রী পদ্মশ্রী দুর্গা খোটে–র মৃত্যু।
১৯৯৩ রাশিয়ায় চরম সাংবিধানিক সংকট শুরু হয়।
১৯৯৭ সশস্ত্র বাহিনীর উদ্যোগে ঢাকা সেনানিবাসে বঙ্গবন্ধু জাদুঘর স্থাপিত হয়।
২০১১ ভারতীয় ক্রিকেট ব্যক্তিত্ব মনসুর আলী খান পতৌদির মৃত্যু।
২০১৩ কলম্বিয়ার প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক আলবারো মুতিসের মৃত্যু।