বাঁশখালী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

১০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা গতকাল বুধবার সকালে কমিটির সভাপতি বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হাসপাতালের মুজিব কর্ণারে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং এনসিডি, ভায়া সেন্টার, এক্সরে বিভাগ বিভিন্ন কর্নার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মোঃ শফিউর রহমান মজুমদার, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত শুধাংশু শেখর হাওলাদার, কমিটির সদস্য বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম। মেডিকেল অফিসার ডা. দিদারুল হক সাকিবের সঞ্চালনায় সভায় হাসপাতালের কার্যক্রমের তথ্য উপস্থাপনা করেন ডা. নুসরাত জাহান ও ডা. এসএম ইমতিয়াছ চৌধুরী। আলোচনায় অংশ নেন আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রসূন সাহা, বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা, ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক কল্যাণ বড়ুয়া, পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর রোজিয়া সুলতানা রোজি। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল বিভাগের চিকিৎসকসহ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর প্রনব কুমার দাশ, মো. হামিদ উল্লাহ, মাইদুল ইসলাম ভুঁইয়া, সাংবাদিক শফকত হোছাইন চাটগামী, শাহ মো. শফিউল্লাহ, আবদুল মতলব কালু, তাফহীমুল ইসলাম, রিয়াদুল ইসলাম রিয়াদসহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতির বক্তব্যে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বাঁশখালী হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণ, অবকাঠামো উন্নয়ন, হাসপাতালে সার্বক্ষণিক বিদ্যুৎ নিশ্চিত করার জন্য আইপিএস, চারপাশের বাউন্ডারি দেওয়ালসহ সামগ্রীক উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান এবং সবাইকে হাসপাতালের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান। হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে সমাপনী বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শফিউর রহমান মজুমদার।

পূর্ববর্তী নিবন্ধইস্টার্ন রিফাইনারী পরিদর্শনে সিআইইউ বিজনেস স্কুল টিম
পরবর্তী নিবন্ধটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সম্পর্ক জোরদার অত্যাবশ্যক