আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ১০ম সভা গতকাল বুধবার কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। সভায় উপস্থিত সকলেই জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবার, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁদের আত্মার মাগফেরাত করেন। উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, প্রফেসর ড. মো. ফসিউল আলম, ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান রিজিয়া রেজা চৌধুরী, পাবলিকেশন এন্ড অ্যাডভারটাইজম্যান্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ, প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, প্রফেসর মোহাম্মদ আব্দুর রহিম, ড. মো. শামসুজ্জামান, মো. ইসমাইল মিয়া, আব্দুল মতিন ভূঁইয়া। উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রফেসর আফজাল আহমেদ।
সভায় বিগত সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, ২৪৬ তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












