মেরিনার্স রোডে পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডের এস আলম বাস ডিপোর সামনের রাস্তা এলাকা থেকে পাঁচজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে চারটি টিপ ছোরা উদ্ধার করা হয়। পাঁচ ছিনতাইকারী হলেন, টেকনাফের মো. আব্দুর রহিম, ভোলার নুর হোসেন, নগরীর সদরঘাটের মো. ইব্রাহীম, মো. তুষার ও কুমিল্লার মো. রানা। গতকাল ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশে নগরীর মেরিনার্স রোড, পুরাতন ফিশারীঘাট, ব্রীজঘাট, ফিরিঙ্গীবাজার মোড়, নিউ মার্কেট মোড় ও পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় যাত্রী ও পথচারী লোকজনদেরকে টার্গেট করে মোবাইল সেটসহ বিভিন্ন দামী জিনিসপত্র ছিনিয়ে বা ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন।

এ বিষয়ে আমরা তথ্য পেলে অভিযান পরিচালনা করি এবং পাঁচজন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএনআইডি আপাতত ইসির অধীনেই থাকছে
পরবর্তী নিবন্ধসরকারী কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নির্বাহী কমিটির সভা