সামপ্রতিক সময়ে লিটনের ব্যাটে রান খরা। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোটামুটি রান পেলেও এশিয়া কাপে ব্যর্থ হয়েছেন। এশিয়া কাপের তিন ম্যাচে তার রান ১৬, ১৫ ও ০! বিশ্বকাপের আগে রানে ফেরার চেষ্টায় আছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে লিটন জানালেন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি, ‘আমি চেষ্টা করছি, প্র্যাকটিস করছি কীভাবে ফাইন্ড আউট করা যায়। আশা করছি, তাড়াতাড়ি কামব্যাক করতে পারবো। আত্মবিশ্বাসের বিষয় না। প্র্যাকটিস করছি, দেখা যাক কী করতে পারি।’ লিটনের সামপ্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছে। বিশেষ করে বিশ্বকাপের আগে লিটনের ফর্ম নিয়ে চিন্তিত ক্রিকেট ভক্তরা। সামাজিক মাধ্যমগুলোতে এই নিয়ে তীব্র সমালোচনার শিকার হচ্ছেন তিনি। লিটন জানালেন, এইসব সমালোচনা তিনি দেখেন না, ‘এখন এত পরিমাণে খেলা, সোশ্যাল মিডিয়া দেখার মতো সময় আমাদের হাতে নেই। প্রত্যেক খেলোয়াড়েরই নেই। যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকে, পরিবারকে সময় দেয়। আমার মনে হয় না কোনও খেলোয়াড়কে এসব প্রভাবিত করে।’