জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল পর্ব গতকাল বুধবার সকালে সম্পন্ন হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পটিয়া উপজেলা এবং ফটিকছড়ি উপজেলা। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে পটিয়া উপজেলার চক্রশালা মাতঙ্গিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৬–৫ গোলে রাউজান উপজেলার প : আধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলাটি ৩–৩ গোলে ড্র ছিল। এসময় চক্রশালা মাতঙ্গিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে গোল করে আরিফা সুলতানা ২টি এবং পিংকি সরকার ১টি। অন্যদিকে প : আধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে গোল করে পলি দে ২টি এবং রুহি মুৎসুদ্দী ১টি। দ্বিতীয় সেমিফাইনালে ফটিকছড়ি উপজেলার জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪–০ গোলে হাটহাজারী উপজেলার মির্জাপুর ওবাইদুল্লাহ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পটিয়া এবং বাঁশখালী উপজেলা। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিম প্রথম সেমিফাইনাল খেলায় পটিয়া উপজেলার সুচক্রদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১–০ গোলে সন্দীপ উপজেলার ডাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করে আধীর চক্রবর্তী। দ্বিতীয় সেমিফাইনালে বাঁশখালী উপজেলার জালিয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১–০ গোলে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করে জাবেদ হোসেন।
টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামীকাল ২২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।












