মেয়েদের ২০২৪ সালের এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়া কাপের মূল পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ স্বাগতিক ভিয়েতনামের কাছে হেরেছে। বাংলাদেশ মাঝে মধ্যে প্রতি আক্রমণে গেলেও সুবিধা করতে পারেনি। দুই অর্ধে একটি করে গোলের সুবাদে ভিয়েতনাম ২–০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশকে। ভিয়েতনামের ইয়ুথ ট্রেনিং সেন্টারের মাঠে গতকাল ম্যাচের বড় অংশ জুড়ে আধিপত্য দেখিয়েছে ভিয়েতনাম। প্রথমার্ধে একের পর এক আক্রমণ হেনে স্বাগতিকরা এগিয়ে গেছে। ৪১ মিনিটে বাংলাদেশ প্রথম পিছিয়ে পড়ে। এনগুয়েন এনজিও কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। বিরতির পরও ভিয়েতনাম আক্রমণ অব্যাহত রেখেছে। ৫৪ মিনিটে বঙের ভেতর বল পেয়ে এনগান থি জায়গা করে নিয়ে ডান পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন। ২২ সেপ্টেম্বর ফিলিপাইনের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে।