বন্ধ্যা স্বপ্ন

নুসরাত শারমিন | বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

পোড়ামুখি লিখবি কতো দেখবে কে তোর এসব?

আগুন নদী সাঁতরে এলি জানে কে তোর সেসব?

কতো কিছুই লিখবো বলে কলম ধরি হাতে,

অভিমানী শব্দগুলো থাকতে চায় না সাথে।

দেখে কে তোর বুকের ঘরে শোক পাহাড়ের নীল?

সুখের স্বপ্ন জ্বলছে কেমন পুড়ছে প্রণয় বিল।

রোজ রাত্রি আকাশ চেয়ে কী সব এতো বলিস?

সপ্তর্ষি তারার সাথে একলা কোথায় চলিস?

সুহাসিনী মলিন কেনো পিষ্ট মেঘের ঠোঁট,

হাওয়ার পিঠে চড়েই কি গো আসছে কোনো চোট?

ঊষার বুকে এঁকে দিলেম বেলা গড়ার খাম,

ললাটে যে ভাগ্য লিপি লিখলো কবি থাম।

খোঁড়া পায়ে কাঁপলো দুপুর বিকেল পেরোয় সন্ধ্যা,

প্রেম যমুনার দুই পাড়েতেই স্বপ্নগুলো বন্ধ্যা।

পূর্ববর্তী নিবন্ধভরত থেকে ভারতবর্ষ অতঃপর হিন্দুস্থান ইন্ডিয়া হয়ে ভারত
পরবর্তী নিবন্ধচালু হচ্ছে চট্টগ্রামের প্রথম বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল