তপ্ত রোদের দুপুর বেলা
শারদ প্রভা দিনে।
কাশের সাথে সুর উঠেছে
বীণাপাণির বীণে।
সাদা মেঘের পাহাড় দেখে
পুলকিত মন।
ঠাণ্ডা হাওয়া কোথায় পাবো
চারদিকে নির্জন।
নীল আকাশের নিচে তরু
দাঁড়ায় আছে একা।
শীতল বায়ুর বড়ই অভাব
কোথায় পাবো দেখা।
এমন শরৎ ছিলো নাতো
শাপলা ফোটা বিলে।
বিবর্ণ আজ সকল ঋতু
পানি শূন্য ঝিলে।
ভাদ্র মাসে শীতের জন্ম
শুনছি অনেকবার।
গরম বাড়ছে চরম ভাবে
দোষটি দেবো কার?
প্রকৃতির রূপ বৈরী কেন
ভাবতে হবে আজ!
ছয় ঋতুকে ঠিক রাখিতে
করতে হবে কাজ।