নগরীর বায়েজিদের টেক্সটাইলে ব্যবসায়ী সৈয়দ নুরুল ইসলাম খুনের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন, শামীম প্রকাশ ট্যাবলেট শামীম, মো. মাসুদ ও মো. দেলোয়ার প্রকাশ আনোয়ার। এরমধ্যে শামীম কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর দুজন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিন এই রায় ঘোষণা করেন। রায়ের আগের বিচার প্রক্রিয়ায় ১৬ জন সাক্ষীর মধ্যে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী কেশব নাথ আজাদীকে রায়ের তথ্য নিশ্চিত করেন।
আদালতসূত্র জানায়, ২০০৭ সালের ২১ আগস্ট ব্যবসায়ী সৈয়দ নুরুল ইসলাম দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিলেন। টেক্সটাইল এলাকায় পৌঁছালে তিনজন তার রিকশা গতিরোধ করে। রিকশা চালককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং নুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করা হয়। পরে নুরুল ইসলাম হাসপাতালে মারা যান। এ ঘটনায় নুরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিল করলে ২০০৮ সালের ২৩ জুলাই জড়িতদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ হয়।