চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সংগঠনের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, জাতীয় অস্তিত্ব রক্ষায় মরণ–পণ লড়াইয়ের জন্য মাঠে নামার প্রস্তুতি নিয়ে আছি এবং এই প্রস্তুতিতে তৃণমূল স্তর থেকে নেতাকর্মীরা সন্ত্রাস, নাশকতা ও অরাজকতার বিরুদ্ধে নেতৃত্ব দেবে। এই লড়াই তখনই শুরু হবে যখন জাতীয় নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দেবেন।
গতকাল বুধবার বিকেলে কাজীর দেউরিস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি–বিদেশি অপশক্তির নীল–নকশা অনুযায়ী এদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য ২০১৪ সাল ও নিকট অতীতের মত জ্বালাও–পোড়াও, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের আলামত সুস্পষ্ট হয়ে উঠেছে। সম্ভাব্য এই সহিংসতার বিরুদ্ধে আমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে। তিনি ঘোষণা করেন, বিএনপি–জামাত চক্রের নাশকতা ও হিংসাত্মক কর্মসূচি রাজপথে মোকাবেলার জন্য নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দলের সকল স্তরের নেতাকর্মী ও জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ স্কোয়াড গড়ে তোলা হবে এবং এই স্কোয়াড নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে জীবনবাজি রাখবে। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপদেষ্টা একেএম বেলায়েত হোসেন, সফর আলী, শফিক আদনান,
শফিকুল ইসলাম ফারুক, অ্যাড. ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, বখতেয়ার উদ্দীন খান, ফিরোজ আহমদ, সুলতান আহমদ চৌধুরী, সেলিম আফজাল, অ্যাড. এইচ এম জিয়া উদ্দীন, কেবিএম শাহজাহান, দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, অ্যাড. মেজবাহ উদ্দীন, হাফিজ আনোয়ার, মাহবুবুল হক সুমন, দিদারুল আলম দিদার, দেবাশীষ নাথ দেবু প্রমুখ।