কয়লা নিয়ে ডুবল আরেকটি লাইটারেজ জাহাজ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৩৯ পূর্বাহ্ণ

এক সপ্তাহের মধ্যে আবারো দুই কোটি টাকারও বেশি দামের কয়লা নিয়ে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। গতকাল দুপুরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়ার কাছ থেকে কয়লা নিয়ে নোয়াপাড়া যাওয়ার পথে হাতিয়ার অদূরে জাহাজটি ডুবে যায়। জাহাজটির ১২ জন নাবিককে অপর একটি জাহাজ উদ্ধার করে। ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়ার কাছে অবস্থানকারী এমভি চারগো নামের একটি মাদার ভ্যাসেল থেকে আমদানিকৃত ১২শ’ টন কয়লা নিয়ে এমভি নুসরাতি হক ২ নামের লাইটারেজ জাহাজ গতকাল সকালে যশোরের নোয়াপাড়ার উদ্দেশ্যে যাত্রা করে। মেসার্স সরকার ট্রেডার্স নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান এসব কয়লা আমদানি করে। কয়লা বোঝাই জাহাজটি হাতিয়ার অদূরে পৌঁছার পর প্রচণ্ড স্রোতের কবলে পড়ে। ওই সময় উত্তাল সাগরের তীব্র ঢেউয়ের আঘাতে জাহাজটির তলা ফুটো হয়ে যায়। বেলা দেড়টা নাগাদ জাহাজটি ডুবতে শুরু করে। এক পর্যায়ে জাহাজটির প্রথম তলাসহ প্রায় পুরো জাহাজটি ডুবে যায়। শুধু মাস্তুলটি জাহাজের পানির উপরে থাকে। জাহাজের ১২ জন নাবিকের সকলেই মাস্তুলে গিয়ে আশ্রয় নেন। পরবর্তীতে অপর একটি লাইটারেজ জাহাজ ১২ নাবিককে উদ্ধার করে। শেষ খবরে জানা গেছে যে, জাহাজটি পুরোপুরি ডুবে গেছে। কয়লাগুলোও নষ্ট হয়ে গেছে। জাহাজটির পরিবহন ঠিকাদার সমতা শিপিং এন্ড ট্রেডিং এজেন্সির একজন কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটি স্রোতের তোড়ে ডুবে গেছে।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর হাতিয়ার অদূরে ফুলতলা বয়ার কাছে এমভি সেতু৭ নামের একটি কয়লাবাহী জাহাজ তলা ফুটো হয়ে ডুবে গিয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু টানেলের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি
পরবর্তী নিবন্ধবৃদ্ধের দার কোপে বৈদ্যের কবজি বিচ্ছিন্ন