কোতোয়ালিতে হোটেল থেকে ১২ নারী-পুরুষ আটক

আজাদী প্রতিবেদন | বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ১১:৩৭ অপরাহ্ণ

নগরীর কোতোয়ালি থানাধীন রঙ্গম কমিউনিটি সেন্টার গলির ক্যামেলিয়া আবাসিক হোটেল থেকে ১২ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। অসামাজিক কার্যকালাপের অভিযোগে আটককৃতদের মধ্যে ৫ জন মহিলা ও ৭জন পুরুষ। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ক্যামেলিয়া আবাসিক হোটেল থেকে ১২ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত তারা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বৃদ্ধের দায়ের কোপে বৈদ্যের কব্জি বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা