বিএনপির আমলসহ যুগ যুগ ধরে অবহেলিত থাকা সকল অঞ্চলগুলোতে আওয়ামী লীগ সরকার। রাস্তাঘাট, বিদ্যালয় থেকে শুরু করে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। গত সোমবার কোলাগাঁও ইউনিয়নে কোলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২টি নতুন ভবন, বীর মুক্তিযোদ্ধা শেখ আহমেদ ও সুনীল বড়ুয়া সড়ক, হায়দার আলী জামে মসজিদ থেকে বায়তুস সালাম জামে মসজিদ সড়কসহ কয়েকটি সড়ক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসলে অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে। আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে জয়ী করার আহবান জানান তিনি।
ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বদিউল আলম তুষারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ, উপজেলা আ.লীগ নেতা আবু সালেহ চৌধুরী, শ্রমিকলীগ সভাপতি শামসুল ইসলাম, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, প্রকৌশলী কমল কান্তি পাল, এম এ রহিম, ওসমান গনি, দিদারুল আলম, প্যানেল চেয়ারম্যান চন্দন চৌধুরী, বুলবুল হোসেন প্রমুখ।