খুশি দোলে শরতের কাশ বনে

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

খুশি হেঁটে আসে কেটে আঁধারের ঘোর

খুশি নিজ হাতে খোলে সকালের দোর!

খুশি আজ বাগানের ফুল লতা পাতা

খুশি ছাড়া পেয়ে ভোরে খাঁচারই রাতা।

খুশি পাখি ডালশাখে করে ডাকা ডাকি

খুশি রঙ তুলি খুকি করে আঁকা আঁকি।

খুশি দুই চোখে মুখে নামতার সুর

খুশি ঢেউ তুলে নদী ছোটে বহুদূর।

খুশি ওঠে কখনো বা তর তর বেয়ে

খুশি হয় ছোটো তুসি চকোলেট পেয়ে।

খুশি হয়ে মনপ্রাণ ঝলমলে রাঙা

খুশি পুরো পরিবেশ করে তোলে চাঙা!

খুশি খুশি দুই চোখে সুখ সুখ আলো

খুশি মনে কাজ করা সবচেয়ে ভালো!

খুশি বাউল একতারা শিউলীর মনে

খুশি দোলে শরতের কাশ বনে বনে।

পূর্ববর্তী নিবন্ধমন মানে না মানা
পরবর্তী নিবন্ধশরতের গান