ছড়ায় আমি শরত দেখি

শেলীনা আকতার খানম | বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

ছড়ায় দেখি বৃক্ষ আমি দেখি সবুজ রূপ,

শাখায় ডালে সুখের দোলা দেখতে অপরূপ।

ছড়ায় দেখি সারস আমি দেখি রঙের তুলি,

নকশী কাঁথার ফুলে হাসে সোহাগী বুলবুলি।

ছড়ায় দেখি স্বদেশ আমি দেখি বিজয় রাত,

রচিত হয় নতুন দিনের রাঙা সুপ্রভাত।

ছড়ায় দেখি সুরুজ আমি দেখি কবির মন,

কিচির মিচির সুরে মাতে পাখি সারাক্ষণ।

ছড়ায় দেখি ঝরণা আমি দেখি সাগর জল,

দূর নীলিমায় মেঘের সারি ঝড় বৃষ্টি ঢল।

ছড়ায় আমি শরত দেখি শিউলি ঝরা রূপ,

ধল কুয়াশার মায়া সকাল শিশির টাপুর টুপ।

পূর্ববর্তী নিবন্ধশরতের মেঘ
পরবর্তী নিবন্ধশরতের ছবি