আইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের উদ্যোগে নতুন আয়কর আইন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর অঞ্চল –৩ কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মো. মামুন, এনবিআরের প্রাক্তন সদস্য (কর জরিপ ও পরিদর্শন) রঞ্জন কুমার ভৌমিক। বক্তব্য রাখেন আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান, মোহাম্মদ মোজাম্মেল হোসাইন। প্রফেসর ড. মো. মোস্তফা কামাল উপস্থিত সকলকে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের সচিব ওয়াহিদ উল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান প্রদীপ পাল। শেষে প্রশিক্ষাণার্থীদের সনদ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।