পূজা মণ্ডপে ফ্যান চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুব্রত দত্ত কুণাল (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন দুইজন। গত সোমবার রাত ১২ টার দিকে নগরের আকবর শাহ থানার লতিফপুর পাক্কার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। কুণাল একই এলাকার মহাজন বাড়ির কৃষ্ণ দত্তের ছেলে। লতিফপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় সুব্রত।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক বলেন, পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট সুব্রতকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন জানান, গনেশ পূজা উপলক্ষে মণ্ডপে ডেকোরেশনের কাজ চলছিল। এক পর্যায়ে ফ্যান চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কুণাল।