চসিক মেয়রের সাথে বরিশালের নবনির্বাচিত মেয়রের সৌজন্য সাক্ষাৎ

| মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

চসিক মেয়র মো রেজাউল করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।গতকাল সোমবার টাইগারপাসস্থ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে দুই মেয়র সরকারের রূপকল্প২০৪১ বাস্তবায়নে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন চৌধুরী, কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, আবদুস সালাম মাসুম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকার দেশে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় নজির স্থাপন করেছে
পরবর্তী নিবন্ধসন্ত্রাসের রাজত্ব থেকে রাউজানকে শান্তির জনপদে পরিণত করেছি