চারিয়া মুরাদ সড়ক দ্রুত সংস্কার চাই

| মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী থানার চারিয়া গ্রামের মানুষের প্রধান সড়ক হলো চারিয়া মুরাদ সড়ক। যেখানে পশ্চিমে পাহাড় এবং কৃষিজমি হওয়ার কারণে প্রতিদিন কাজের প্রয়োজনে এই সড়ক দিয়ে যেতে হয়। আবার উৎপাদিত কৃষিপণ্য বাজারে সরবরাহ করার জন্য রাস্তার করুণ দশার কারণে কৃষকদের অনেক ভোগান্তি পোহাতে হয়।

অথচ বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো যোগাযোগ ব্যবস্থার উন্নতি। যে এলাকা যোগাযোগ ব্যবস্থায় যত উন্নত, সে এলাকা তত দ্রুত অর্থনৈতিক ভাবে দ্রুত সমৃদ্ধি হবে। কারণ যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলে নতুন বিনিয়োগ সৃষ্টি হয়।

এই সড়ক দিয়ে যেতে হয় সেনাবাহিনীর চারিয়া ফিল্ড ফায়ারিং রেঞ্জ। এই সড়কে দৈনিক ২০ হাজারের অধিক মানুষ যাতায়াত করে থাকেন। তারপরও এত বেহাল দশার পরও এই সড়ক সংস্কারে কোনও উদ্যোগ নেই।

অসুস্থ, অপারেশন ও গর্ভবতী রোগীদের জন্য এই সড়ক যেন দুনিয়ার জাহান্নামের শাস্তি ভোগ করার মত।

এত প্রয়োজনীয় সড়কটি দ্রুত সংস্কারে উপজেলা প্রশাসন, এমপি মহোদয় ও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

গাজী আরাফাত হোসেন

চারিয়া,

হাটহাজারী, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধনগরের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও অপসারণের উদ্যোগ নিতে হবে
পরবর্তী নিবন্ধচোর