শূন্য মেরে জাতীয় দলে ফেরা উদযাপন করলেন সৌম্য সরকার

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৪৬ পূর্বাহ্ণ

আগেরদিন শনিবার দীর্থ দুই বছর পর আবার ওয়ানডের জাতীয় দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার। নিউজ্যিলান্ডের বিপক্ষে সিরিজের জন্য ডাক পাওয়ার পর দিনই প্রস্তুতি ম্যাচে মারলেন গোল্ডেন ডাক। গতকাল জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে এশিয়ান গেমস স্কোয়াড এবং বাংলাদেশ টাইগার্সের মধ্যে শুরু হয়েছে পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজ। আর সেই সিরিজের প্রথম ম্যাচেই গোল্ডেন ডাক মারলেন সৌম্য সরকার। তার দল বাংলাদেশ টাইগার্সও হেরে গেছে এশিয়া গেমসের দলের কাছে। গতকাল এশিয়ান গেমস স্কোয়াডের কাছে ২০ রানে হেরেছে বাংলাদেশ টাইগার্স। আগেরদিনই নিউজিল্যান্ড সিরিজের দলে ডাক পেয়েছিলেন সৌম্য সরকার। অবশ্য ব্যাট হাতে গোল্ডেন ডাক মারলেও বল হাতে ২ উইকেট পেয়েছেন সৌম্য। প্রথমে আগে ব্যাট করতে নেমে এশিয়ান গেমস স্কোয়াড ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৭ রান। জবাবে ৮ উইকেটে ১৪৭ রানে থেমে যায় বাংলাদেশ টাইগার্সের। এই ম্যাচে তামিম ইকবালের খেলার কথা থাকলেও তিনি খেলেননি। টসে হেরে ব্যাট করতে নামা এশিয়ান গেমস স্কোয়াডের হয়ে ২৩ বলে ৩২ রান করেন ওপেনার জাকির হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ১২ বলে অপরাজিত ৩৩ রান করেন ৯ নম্বরে নামা লেগ স্পিনার রিশাদ হোসেন। ২৩ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন ইয়াসির আলি রাব্বি। ২১ বলে ২২ রান করেন চার নম্বরে ব্যাট করতে নামা শাহাদাত হোসেন দিপু। বাংলাদেশ টাইগার্সের হয়ে ২২ রানে ৩ উইকেট নেন পেসার এনামুল হক। ২৬ রানে ২টি উইকেট নিয়েছেন সৌম্য সরকার। ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ টাইগার্স ইনিংসের প্রথম বলেই হারায় সৌম্য সরকারের উইকেট। রিপন মন্ডলের বলে বোল্ড হয়ে ফিরেন সৌম্য। ব্যর্থ হয়েছেন আরেক ওপেনার রনি তালুকদারও। তিনি করেছেন মাত্র ১০ রান। ৩ নম্বরে নেমে মোমিনুল হক ফিরেছেন ৮ রান করে। তবে ৪ ও ৫ নম্বরে নেমে বেশ ভালই প্রতিরোধ গড়ে তুলছিলেন ইরফান শুক্কুর এবং নুরুল হাসান সোহান। ৮৯ রান যোগ করেন দুজন। ৩৭ বলে ৪৫ রান করা ইরফার শুক্কুর ফিরলে ভাঙ্গে এজুটি। পরের ওভারে ফিরেন ৩৮ বলে ৪৮ রানের ইনিংস খেলা সোহানও। এরপর আর কেউ দাঁড়াতে পারেনি। ফলে ১৪৭ রানে থামে বাংলাদেশ টাইগার্সের ইনিংস। আর তাতেই ২০ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ টাইগার্সকে। এশিয়ান গেমস স্কোয়াডের হয়ে ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রিপন মন্ডল। তানভীর ইসলাম এবং সুমন খান দুজনেই নিয়েছেন ২টি করে উইকেট।

পূর্ববর্তী নিবন্ধ৫০তম গ্রীষ্মকালীন ফুটবলে মেরিন একাডেমি ও কামিনী মজুমদার স্কুল চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ফুটবলে পয়েন্ট হারিয়ে শুরু মুক্তিযোদ্ধার