চট্টগ্রাম জেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া আসরের ফুটবলে আনোয়ারার মেরিন একাডেমি স্কুল দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে মেরিন একাডেমি টাইব্রেকারে ৪–২ গোলের ব্যবধানে ফটিকছড়ির ভুজপুর ন্যাশনাল স্কুলকে পরাজিত করে। নির্ধারিত সময়ে ম্যাচটি ১–১ গোলে ড্র ছিল। মেরিন একাডেমির ইরফান এবং ভুজপুর স্কুলের জিরান গোল করেন। সেরা খেলোয়াড় ফটিকছড়ির জিরান। একই ভেন্যুতে অনুষ্ঠিত বালিকা বিভাগের ফাইনাল খেলায় মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার স্কুল ১–০ গোলে নগরীর পাহাড়তলী বালিকা স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। জয়ী দলের চন্দ্রিমা রানী দাশ একমাত্র গোলটি করে ফাইনালের ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন। খেলা শেষে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল মালেক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খিসার সভাপতিত্বে এবং চট্টগ্রাম সরকারি বালিকা স্কুলের সিনিয়র শিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাগতিক কলেজের অধ্যক্ষ কর্ণেল মো. মুজিবুল হক সিকদার, কলেজের উপাধ্যক্ষ শ্যামা প্রসাদ মিত্র, স্কুলের উপাধ্যক্ষ সৈয়দ নজরুল ইসলাম, ক্রীড়া শিক্ষক জামাল হোসেন খান, নাসিরাবাদ সরকারি স্কুলের ক্রীড়া শিক্ষক রুপেন দে, দেবাশীষ নন্দী, ডা. খাস্তগীর সরকারি বালিকা স্কুলের ক্রীড়া শিক্ষক কাজল চৌধুরী প্রমুখ।