আগামীকাল ১৯ ও ২০ সেপ্টেম্বর দুইদিনব্যাপী থিয়েটার ইনিস্টিটিউটে আনন্দী সঙ্গীত একাডেমির উদ্যোগে পন্ডিত বিজন কুমার চৌধুরীর ৮৪ তম জন্মদিন ও নবম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে কর্মসূচিতে রয়েছে ১৯ সেপ্টেম্বর পন্ডিত বিজন কুমার চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সন্ধ্যা সাড়ে ছয়টায় স্মৃতি চারণ অনুষ্ঠানে উদ্বোধক থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। প্রধান অতিথি থাকবেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, অধ্যক্ষ কাবেরী সেন গুপ্তা ও শিল্পী দোলন দেব। সভাপতিত্ব করবেন গিটারশিল্পী বিশুতোষ তালুকদার। দুইদিনব্যাপী অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।