আজাদীর ঋণ অনস্বীকার্য

তাওহীদুল ইসলাম নূরী | সোমবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:০৫ পূর্বাহ্ণ

স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের অন্যতম প্রধান সংবাদমাধ্যম। আজ থেকে ৬৩ বছর আগে ১৯৬০ সালের ০৫ সেপ্টেম্বর দৃঢ় মনোবল এবং প্রবল আত্মবিশ্বাস নিয়ে যাত্রা শুরু করেছিল পত্রিকাটি। নানান ঘাতপ্রতিঘাত পার করে শৈশবকৈশোর বয়স শেষে পড়ন্ত যৌবনে এসে অমীত সম্ভাবনার দিকে দিন দিন এগিয়ে যাচ্ছে দৈনিক আজাদী। ঐতিহ্য ও সফলতার ৬৩ বছর অতিক্রম শেষে গৌরবের ৬৪ তম ফাগুনে পা রাখল পত্রিকাটি। প্রতিষ্ঠাকাল থেকে বিশেষ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের না হয়ে চট্টগ্রামসহ দেশের কোটি কোটি মানুষের মুখপত্রের ভূমিকা পালন করে আসছে দৈনিক আজাদী।

চট্টগ্রামের স্থানীয় পত্রিকা হলেও জাতীয় অনেক সংবাদপত্রকে ছাড়িয়ে গেছে দৈনিক আজাদী। এটা বলার উপেক্ষা রাখে না যে, আজাদী কর্তৃপক্ষ চাইলেই পত্রিকাটি জাতীয় পত্রিকায় রূপান্তর করতে পারে। কিন্তু আজাদী বরাবরের মত বিশ্বের দরবারে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করাকেই বেশি শ্রেয় মনে করছেন। সেই প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত চট্টগ্রামসহ সারাদেশের মানুষের বিভিন্ন সমস্যা সমাধান, দাবী আদায়, জলাবদ্ধতা ও যানজটমুক্ত নগর গঠনসহ নানান গুরুত্বপূর্ণ ইস্যুতে জনমত তৈরি এবং চট্টগ্রামকে একটি মানসম্মত বিভাগ ও নগর করার পিছনে একটি পত্রিকার যতটুকো ভূমিকা পালন করা দরকার, দৈনিক আজাদী সেই দায়িত্ব যথাযথভাবেই পালন করে আসছে। ২০২১ সালে চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে বাংলাদেশ রেলওয়ে ও বেসরকারি সংস্থা ইউনাইটেড এন্টারপ্রাইজের যৌথ মালিকানায় তৎসময়ে প্রস্তাবিত বেসরকারি হাসপাতাল নির্মাণের প্রতিবাদে দৈনিক আজাদী প্রায় তিন মাস যাবৎ জনমত গঠনে যে ভূমিকা পালন করেছিল তা সত্যিই অনন্য অসাধারণ, নিঃসন্দেহে স্বীকৃতির দাবীদার। চট্টগ্রাম ও চট্টগ্রামবাসীর নিকট একটি সংবাদপত্র হিসেবে দৈনিক আজাদীর ঋণ অনস্বীকার্য।

৬৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে আজাদীর পরিবারের জন্য নিরন্তর শুভ কামনা। অতীতের চেয়ে সমৃদ্ধ হোক আজাদীর আগামীর পথ চলা।

পূর্ববর্তী নিবন্ধআবেগী শরৎ রানী
পরবর্তী নিবন্ধমানুষের মনে কষ্ট দেয়া উচিত নয়