চট্টগ্রাম প্রেস ক্লাবের ইতিহাস প্রণয়ন ও হীরক জয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত

| রবিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইতিহাস প্রণয়ন ও হীরক জয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইতিহাস প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান হলেন সাংবাদিকতায় একুশে পদকে ভূষিত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। তাঁর তত্ত্বাবধানে কমিটির সদস্যরা প্রণয়ন করবেন চট্টগ্রাম প্রেস ক্লাবের ইতিহাস। এছাড়া ব্যবস্থাপনা কমিটির সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের হীরক জয়ন্তী (৬০ বছর পূর্তি) উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে নেয়া হবে নানা উদ্যোগ।গত ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি মঞ্জুর কাদের মঞ্জু, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক, মো. আইয়ুব আলী, মঞ্জুরুল আলম মঞ্জু। সভায় বার্ষিক আনন্দ সম্মিলন ও পিকনিক, জাতীয় পর্যায়ের সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্বের সাথে ‘চট্টগ্রামের ক্রীড়া: অতীত ও বর্তমান’ শীর্ষক মতবিনিময়সহ আরও নানা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।া

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় পুকুরে যুবকের ভাসমান লাশ
পরবর্তী নিবন্ধমানবপাচারে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে