আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশ চট্টগ্রাম নগরের উদ্যোগে আ’লা হযরত ইমাম আহমদ রেযা খান (রহ) স্মরণে আ’লা হযরত কনফারেন্স এবং গাউসে জমান শামসুল আরেফিন পীরে কামেল আল্লামা আজিজুল হক কাদেরী (রহ) স্মরণে মাহফিল ১৬ সেপ্টেম্বর নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন টিএন্ডটি রোডস্থ আনজুমান কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া আলিয়া দরবার শরিফের সাজ্জাদানশিন অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মজিআ)। তিনি বলেন, ইমাম আ’লা হযরত এক বিস্ময়কর বহুমাত্রিক প্রতিভাধর ব্যক্তিত্ব। কনফারেন্সে আলোচনায় অংশ নেন উপাধ্যক্ষ আল্লামা আবদুল অদুদ, আল্লামা কাযী শাহেদুর রহমান হাশেমী, আল্লামা শহিদুল হক হোসাইনি, অধ্যাপক ড. আল্লামা মুরশেদুল হক, আল্লামা কামাল উদ্দিন আজিজি, আল্লামা মুহাম্মদ আবদুন্নবী, ড. আল্লামা খলিলুর রহমান, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ সিরাজুদ্দিন, মুক্তিযোদ্ধা মৌলভি মাহবুবুল আলম, হাজী মুহাম্মদ জয়নাল আবেদীন, মাওলানা মঈন উদ্দিন খান মামুন, মাওলানা শাহজাদা আবু ছালেহ মুহাম্মদ গোলাম কাদের, মাওলানা সৈয়দ শরিফুদ্দিন আনসারী, মাওলানা ফখরুদ্দিন চাঁদপুরী, মাওলানা আসিফ সাইফুদ্দিন চৌধুরী, মাওলানা বেলাল নোমানী, আবু মুহাম্মদ আরিফ, মাওলানা মুহাম্মদ আদনান জাশেদ প্রমুখ। এর আগে খানকায়ে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া আলিয়া শরীফের কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।












