ঋতুচক্রে ঝরো ঝরো বর্ষার পরিক্রমায় শরতের আগমন। কাশবনের উপর দিয়ে আকাশে শুভ্র মেঘের ভেলা ভাসিয়ে এসেছে শরৎকাল। ঋতুর রানী এই শরৎকালে পাক্ষিক খবরিকা, মাসিক দুর্বার পত্রিকা ও সুরচর্চা সংগীত পরিষদের আয়োজনে গতকাল শনিবার মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে গান, নৃত্য, আবৃত্তি ও কথামালায় ‘শরৎ উৎসব–১৪৩০’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে কবি ও গীতিকার শাখাওয়াত উল্লাহ রিপনের সভাপতিত্বে কবি ও সাংবাদিক মাহবুব পলাশ ও সাংবাদিক রাজিব মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, প্রফেসর ডা. জামশেদ আলম, ঢাকাস্থ এফবিসিআইয়ের সদস্য জয়নাল হোসেন বাপ্পী, সংগীত শিল্পী রনজিত ধর, সাংবদিক নুরুল আলম, কবি সিত্তুলা মুনা সিদ্দিকা, শিক্ষক লুৎফুল কবির ভূঞা, বাবুল সেন, ডা. মানিক চন্দ্র নাথ, ডা. মকুল চন্দ্র নাথ, সংগীত শিল্পী সঞ্জীব কুমার নাথ বিভাস, কবি শাহাদাৎ হোসেন লিটন, কবি শুক্কুর চৌধুরী, কবি সেলিম তালুকদার আকাশ, সাংবাদিক রাজু কুমার দে, আনোয়ারুল হক নিজামী, ইকবাল হোসেন, কামরুল ইসলাম, সানোয়ারুল ইসলাম রনি, জুয়েল নাগ, জাবেদ হোসেন, রিপন গোপ পিন্টু। অনুষ্ঠানে আবৃত্তি করেন প্রতাপ বনিক রানা, হাসান সাইফুদ্দিন, চন্দনা চক্রবর্তী ও তাসনিম মাহবুব তানহা। সংগীত পরিবেশন করেন কামরান মেহেদী, প্রসূন দেবনাথ পার্থ, অনন্য দে নিলীম, শ্রাবন্তী দেব নাথ, রায় কিশোরী কর্মকার, মোস্তারি খানম অপি, হিমেলনাথ, তন্দ্রা দাশ, মিথিলা নাথ, নৃত্যে অংশগ্রহণ করেন অনুপমা, তুষি, প্রিয়ন্তি তনিমা, উর্মি, শ্রীপর্ণা, অথৈ, পূর্বা, ইন্দ্রাণী, কমলিকা, দীপান্বিতা, লাবন্য, নন্দিতা, অমিতা, নবনীতা, শাহরিন প্রমুখ। অনুষ্ঠানে সেরা কবি হিসেব পুরস্কার গ্রহন করেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত কবিবৃন্দ।