জেএসডির আলোচনা সভা

| রবিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৪২ পূর্বাহ্ণ

জাতীয় সমাজতান্ত্রিক দলজেএসডি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আয়োজিত ‘সিরাজুল আলম খান এবং আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা গতকাল শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেএসডির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। তিনি বলেন, স্বাধীনতাপরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের জাতীয় ঐক্য ধরে রাখা ও মূল লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জাতীয় বিপ্লবী সরকার গঠনের প্রস্তাব করেন সিরাজুল আলম খান, যা এখনো প্রাসঙ্গিক। মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশ গঠন করতে হলে সিরাজুল আলম খানের ‘অংশীদারিত্বের গণতন্ত্র’ এর রাজনীতিকে গ্রহণ করতে হবে।

চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মোহাম্মদ মুজতবা কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গবেষক ডা. মাহফুজুর রহমান, জেএসডি স্থায়ী কমিটির সদস্য ডা. জবিউল হোসেন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মীর্জা মোহাম্মদ আকবর, উপদেষ্টা কমিটির সদস্য আবদুল মান্নান মাস্টার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, ডা. আইনুল হক, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, ক্যাপ্টেন শহীদ উদ্দিন মাহবুব, অধ্যাপক ইসহাক উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইয়াকুব, সফিউল আলম খোকন, আবু তাহের, আবদুল মালেক গাজী, বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংবর্ধনা পেল দেড় হাজার কৃতী শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধহালিশহরে মাল্টিপারপাস ভবন সিকে টাওয়ার হস্তান্তর র‌্যাংকন এফসির