এই দিনে

| রবিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশের মহান শিক্ষা দিবস। বিশ্ব সাইক্লিং দিবস

১৬৬৫ স্পেনের রাজা চতুর্থ ফিলিপএ মৃত্যু।

১৭৪৩ ফরাসি সমাজবিদ ও আলোকদাতা জাঁ কদরসের জন্ম।

১৮২৬ বিখ্যাত জার্মান গনিতবিদ বের্নহার্ট বিমানএর জন্ম।

১৮৪৮ সাপ্তাহিক সংবাদপত্র ‘সংবাদ অরুণোদয়’ প্রকাশিত।

১৮৬৪ শ্রীলঙ্কার জাতীয়তাবাদী নেতা ও বৌদ্ধ ভিক্ষু অনাগরিক ধর্মপালএর জন্ম।

১৮৬৭ খ্যাতনামা চিত্রশিল্পী গগনেন্দ্রনার ঠাকুরের জন্ম।

১৮৬৯ বিশ্বশান্তির অন্যতম প্রবক্তা ও নোবেলশান্তি পুরস্কার বিজয়ী (১৯২১) ক্রিশ্চিয়ান লুজ লাঙ্গের জন্ম।

১৮৭১ সুইজারল্যান্ড মন্ট সেনিস রেলওয়ে টানেল উদ্বোধন করা হয়।

১৮৭৭ ইংরেজ উদ্ভাবক ও ফটোগ্রাফির পুরোধা উইলিয়াম টলবোটএর মৃত্যু।

১৯০০ কমনওয়েলথ অব অস্ট্রেলিয়া ফেডারেল ইউনিয়ন ঘোষিত হয়।

১৯০৩ মার্কিন যুক্তরাষ্ট্রের রাইট ভ্রাতৃদ্বয় (অরভিল ও উইলবার) সর্বপ্রথম সাফল্যের সঙ্গে তাঁদের নির্মিত উড়োজাহাজের সফল উড্ডয়ন ঘটান।

১৯১৩ বিশিষ্ট মার্কসবাদী হ্যারি কোয়েলচেরএর মৃত্যু।

১৯১৫ খ্যাতনামা ভারতীয় চিত্রশিল্পী মকবুল ফিদা হুেেসনের জন্ম।

১৯১৮ খ্যাতনামা সংগীতশিল্পী ও সুরকার সত্য চৌধুরীর জন্ম।

১৯২০ প্রবাসে (তাসখন্দে) ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়।

১৯৩৬ ফরাসি রসায়নবিদ আঁরি লুই ল্য শাৎলিয়ের মৃত্যু।

১৯৪৪ এস্তোনিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৪৬ খ্যাতনামা কথাসাহিত্যিক স্যার জেমস জীন্‌স্‌এর মৃত্যু।

১৯৫৪ কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের মৃত্যু।

১৯৫৭ মালয়েশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

১৯৬২ গণবিরোধী হামুদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে পূর্ববাংলায় ছাত্র আন্দোলন ও হরতাল পালিত।

১৯৬৪ আইনজীবী ও প্রগতিশীল সাহিত্যিক নরেশচন্দ্র সেনগুপ্তের মৃত্যু।

১৯৭৪ বাংলাদেশে, গিনিবিসাউ ও গ্রানাডা জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

১৯৮০ মার্কিন লেখিকা ক্যাথারিন পোর্টারএর মৃত্যু।

১৯৮০ নিকারাগুয়ার প্রাক্তন রাষ্ট্রপতি অ্যানান্তসিও সামোজা দেবায়েল যুদ্ধক্ষেত্রে নিহত হন।

১৯৮২ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সর্বপ্রথম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

১৯৮৬ দক্ষিণ আফ্রিকার স্বর্ণখনিতে অগ্নিকাণ্ডে ১৭৭ জন শ্রমিক নিহত হয়।

১৯৮৮ সিউলে রেকর্ড সংখ্যক দেশের (১৬০টি) অংশগ্রহণে ২৪তম অলিম্পিক গেমসএর উদ্বোধন হয়।

১৯৯১ এস্তোনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া, উত্তর ও দক্ষিণ কোরিয়া, মার্শাল দ্বীপ, মাইক্রোনেশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

২০১২ জার্মান বংশোদ্ভূত মার্কিন ইতিহাসবিদ ও লেখক হেনরি ফ্রিডলাডেরএর মৃত

পূর্ববর্তী নিবন্ধযেকোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে
পরবর্তী নিবন্ধজাতীয় শিক্ষা দিবস : ‘হামিদুর রহমান শিক্ষা কমিশন’ এর বিরুদ্ধে প্রতিবাদ