জামেয়া মাদরাসার নতুন অধ্যক্ষকে কামিল ২০০৪ ব্যাচের সংবর্ধনা

| শনিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৫৪ পূর্বাহ্ণ

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সদ্য নবনিযুক্ত অধ্যক্ষ আল্লামা হাফেজ কাজী আব্দুল আলীম রজভীকে গত বৃহস্পতিবার কামিল ২০০৪ ব্যাচ প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে জামেয়া অফিস কক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।

এসময় প্রাক্তনরা কাজী আব্দুল আলীমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জামেয়ার মুহাদ্দিস আল্লামা জসিম উদ্দিন আজহারী, আল্লামা আবু তাহের ও আল্লামা নুরুন্নবী আল কাদেরী। পঞ্চাশের অধিক প্রাক্তন ছাত্র উপস্থিত হয়ে অধ্যক্ষকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। প্রাক্তন ছাত্রদের মধ্যে মাওলানা আব্দুল জব্বার, মাওলানা ইকবাল হোসাইন আল কাদেরী, ইমরান হাসান কাদেরী, মাওলানা হাফেজ নুরুল আমিন, মাওলানা আলিমুদ্দিন, মাওলানা নিজাম উদ্দিন নঈমী, মাওলানা আবু তালেব নঈমী, মাওলানা ইব্রাহিম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আবু জাফর, মাওলানা মোজাম্মেল, মাওলানা কায়সার, মাওলানা বেলাল ও মাওলানা হাফেজ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। সংবর্ধনার পর অধ্যক্ষ উপস্থিত সকলের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য বিশেষভাবে মোনাজাত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ থেকে আমির ভাণ্ডারে ১২ দিনব্যাপী মাহফিল শুরু
পরবর্তী নিবন্ধমমতার স্বাস্থ্য কর্মসূচির প্রীতি সম্মিলন