বেকারদের স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করা, বেকার ভাতা চালু, দ্রব্যমূল্যের দাম কমানো এবং গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে যুব ইউনিয়ন চট্টগ্রামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৫টায় নগরীর আন্দরকিল্লা মোড়ে যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে বাজারে আগুন জ্বলছে। চাল–ডাল–সবজি, তেল, চিনি, পিয়াজ, আদা, রসুন থেকে শুরু করে সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। দেশের বিপুল অংশের শ্রমজীবী মানুষ অনাহারে–অর্ধাহারে দিন কাটাচ্ছে। গোটা বাজার আজ গুটিকয়েক ব্যবসায়ি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। আর এই অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটকে নেতৃত্ব দিচ্ছে বাণিজ্যমন্ত্রী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে অবিলম্বে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে। বক্তারা আরো বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দিতে হবে। মজুতদার–মুনাফাখোর ও মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সারাদেশে পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান ও রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
যুব ইউনিয়নের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সহসভাপতি প্রীতম চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য জিলানী শুভ, জেলার সহসভাপতি রুপন কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক রাশিদুল সামির, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক টিকলু কুমার দে, যুবনেতা মো. রাসেল প্রমুখ।
সকল শোষণ–বঞ্চনা, গণতন্ত্রহীনতা, বেকারত্বের বিরুদ্ধে দেশের সকল যুবসমাজকে এক হওয়ার আহ্বান জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, দেশের ৩ শতাংশ ধনীর বিপরীতে ৯৭ ভাগ সাধারণ মানুষ। দেশের এক চতুর্থাংশ কর্মক্ষম মানুষের পূর্ণকালীন কাজের ব্যবস্থা নেই। দেশের উচ্চ শিক্ষিত যুবকদের ৪৭ শতাংশের কাজ নেই। সীমাহীন বেকারত্ব ও মূল্যস্ফীতির বেসামাল পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে অস্থিরতা। বর্তমানে ক্ষমতায় যারা আছে এবং যারা শুধুমাত্র ক্ষমতায় যেতে চায় কেউই জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না। তারা বিদেশি শক্তির উপর ভর করে মসনদে বসতে চায়। গণতন্ত্রহীনতা আজ গ্রাস করেছে সর্বত্র। তাই বক্তারা অবিলম্বে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শূন্য পদে নিয়োগের মধ্য দিয়ে দেশের অর্থনীতি গতিশীল ও বেকার যুবকদের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।











