পুঁইছড়ি-ছনুয়া সংযোগকারী বেইলি ব্রিজ সংস্কার করুন

| শনিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

বাঁশখালী, বৃহত্তর চট্টগ্রাম জেলার একটি অনন্য জনপদ। এই বৃহত্তম জনপদ প্রায় সরু আকৃতির। বাঁশখালী জনপদ ১৪টি ইউনিয়ন পরিষদ, একটি পৌরসভা এবং একটি উপজেলা পরিষদের সমন্বয়ে গঠিত। যার অন্যতম দুটি বৃহত্তম লোকালয় হচ্ছে পুঁইছড়ি ও ছনুয়া ইউনিয়ন। এই দুটি ইউনিয়নের বুক ভেদ করে বয়ে চলেছে ঐতিহ্যবাহী জলকদর খাল। জলকদর খালটিই মূলত: এই দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করেছে। ২০০৩ সালে এই দুটি ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থাকে সুদূরপ্রসারী রূপ দিতে পুঁইছড়িছনুয়া সংযোগকারী বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। এই বেইলি ব্রিজ নির্মাণের দেড় যুগ পেরিয়ে গেলেও তা সংস্কারের মুখ দেখেনি। বর্তমানে এই বেইলি ব্রিজটির অবস্থা এতোটাই নাজুক যে গাড়ি চলাচল তো বিলাসিতা, যেখানে মানুষের হেঁটে পার হওয়ার মতো পরিস্থিতিরও চরম অবনতি ঘটেছে। এই বেইলী ব্রিজটি দিয়ে দিনে কম করে হলেও ১০২০ হাজার মানুষের চলাচল। ব্রিজটি চলাচলের অনুপযুক্ত হওয়ার পর থেকে মূলত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এই দুই ইউনিয়নের জনসাধারণকে। সর্বোপরিপুঁইছড়িছনুয়া সংযোগকারী বেইলি ব্রিজ সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে ব্রিজটির সংস্কার করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এস.এম রাহমান জিকু

শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধরোনাল্ড রস : নোবেল বিজয়ী চিকিৎসা বিজ্ঞানী
পরবর্তী নিবন্ধমোহনীয় শরতে