প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাউজানের উত্তর ও দক্ষিণে দুটি শিশু পার্ক নির্মাণের দাবি জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।
স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস–২০২৩’ উপলক্ষে গত বৃহস্পতিবার বেলা ১১টায় গণভবনে আয়োজিত অনুষ্ঠানে রাউজান চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ দাবি জানান।
এই অনুষ্ঠানে বাবুল আরো বলেন, রাউজান সন্ত্রাসের জনপদ ছিল। আপনি ফজলে করিমকে নমিনেশন দিয়ে রাউজানকে পূর্ব পাকিস্তান থেকে আবার স্বাধীন করে দিয়েছেন। একই সাথে তিনি বলেন, আপনি যুদ্ধাপরাধীর বিচার করে রাউজানকে যুদ্ধাপরাধীমুক্ত করেছেন।
উল্লেখ্য, ওই অনুষ্ঠানে সারাদেশের স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ জনপ্রতিনিধিগণ অংশ নেন।