ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, আমি আনোয়ারা–কর্ণফুলী মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছি। যে উন্নয়নের সুফল মানুষ আজ পাচ্ছে। আমি অপরাধ অন্যায়কে প্রশ্রয় দিই না। আপনারাও দিবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দেশে একের পর এক মেগা প্রকল্প উদ্বোধন হচ্ছে। আগামী অক্টোবর মাসে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর উদ্বোধন হবে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। এসব উন্নয়ন দেখে বিরোধীদের মাথা খারাপ হয়ে গেছে। জনগণ দেশের উন্নয়ন হোক এটাই চায়। তাই আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকেই বিজয়ী করবে।
ভূমিমন্ত্রী আরো বলেন, যেকোনো সময় মৃত্যু চলে আসতে পারে তাই সবসময় প্রস্তুত থাকতে হবে। এলাকায় মারামারি, হানাহানি করা যাবেনা। আমার নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তাকে বেঁেধ রাখবেন। গত ১৫ বছরে আমি এলাকার বিরোধী দলের কাউকেই কোনো হয়রানি করিনি। আমি সকলের অভিবাবক হয়ে থাকতে চাই। আগামীতে আরো বেশি করে এলাকার উন্নয়ন করতে চাই। এজন্য আগামী নির্বাচনে আপনাদেরকে নৌকাকে বিজয়ী করতে হবে।
গতকাল শুক্রবার আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া দারুসছুন্নাহ জামে মসজিদে জুমার নামাজে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। জুমার নামাজ শেষে বারশত ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাফফর আহমদ চৌধুরীর কবর জেয়ারত করেন। এসময় উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন চৌধুরী, চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, আওয়ামী লীগ নেতা আমিনুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. ইমরান হোসেন বাবু, বারশত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মহি উদ্দীন, সাধারণ সম্পাদক মাঈন উদ্দীন গফুর খোকন, আওয়ামী লীগ নেতা নুরুল আনোয়ার প্রমূখ।











