সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেছেন, “একটি দেশ, একটি জাতির অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শিক্ষা। আওয়ামী সরকার শিক্ষাক্ষেত্রের প্রসার ও জনগণকে শতভাগ শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার মাধ্যমেই পরিবর্তন সম্ভব এবং সেই পরিবর্তনের মাধ্যমেই স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে। শিক্ষার্থীরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে এ দেশকে এগিয়ে নিয়ে যাবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার সেই সব উদ্যোগ বাস্তবায়নের জন্য কাজ করছে।”
আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে লোহাগাড়া উপজেলার মাইজবিলা অলি আহমদ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, “জনগণের চলাচলের সুবিধার্থে ইতোমধ্যে উপজেলার প্রায় রাস্তাঘাট পাকাকরণ করার জন্য সরকারিভাবে বরাদ্দ দেয়া হয়েছে এবং বাস্তবায়নও হয়েছে। আওয়ামী সরকার উন্নয়নের সরকার। দেশের উন্নয়নে আওয়ামী সরকারের বিকল্প নেই। তাই আপনারা আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন।”
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আসহাব উদ্দীন, নাজমুল হাসান মিন্টু, সেলিম উদ্দীন, হুমায়ুন কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা যুবলীগ নেতা ইমরান হোসেন রকি, মোহামদ রিয়াদ প্রমুখ।
উল্লেখ্য, এম এ মোতালেব সিআইপি উক্ত বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে অনুদান প্রদান করেন।