বাংলাদেশ জাতীয় দল এখন শ্রীলংকায়। আজ এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচটি খেলবে টাইগাররা। এদিকে আর কদিন পরেই বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। পাশাপাশি এশিয়ান গেমসের জন্য দল পাঠাতে হবে। সব মিলিয়ে জাতীয় দলের বাইরে যারা রয়েছে তারাও এখন দারুন ব্যস্ত। জাতীয় দলের বাইরে থাকাদের পরখ করতে গতকাল চট্টগ্রামে আয়োজন করা হয় একটি অনুশীলন ম্যাচের। সেখানে রান পেয়েছেন জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, মোমিনুল হক এবং নুরুল হাসান সোহানরা। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ এবং ইয়াসির আলি রাব্বি। বাংলাদেশ টাইগার স্কোয়াড এবং এশিয়ান গেমস স্কোয়াডের মধ্যকার এই ম্যাচে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ টাইগার স্কোয়াড।
জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ৪৬ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৭৩ রান করে এশিয়ান গেমস স্কোয়াড। দলের হয়ে ইনিংস উদ্বোধন করতে আসা জাকির ৯৪ বল খেলে করেন ৮৪ রান। এছাড়া শাহাদাৎ হোসেন দীপু তার সঙ্গে ১২৯ রানের বড় জুটি গড়েন। ৯০ বলে ৮৪ রান করেন দীপু। দলটির হয়ে ব্যাট করেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি করেন ৬ রান। শেষদিকে নেমে ইয়াসির রাব্বি ১১ বলে ২২ রানের ইনিংস খেলেন। টাইগার্সের হয়ে বল হাতে ৯ ওভারে ৫৭ রান খরচ করে ৪ উইকেট পেয়েছেন খালেদ আহমেদ।
এ ম্যাচে খেলছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এশিয়া কাপে জায়গা না পাওয়ার পর তার ক্যারিয়ারের ইতি দেখছিলেন অনেকে। তবে এখন আবারও নিউজিল্যান্ড সিরিজের বিবেচনায় এসেছেন তিনি। এর প্রস্তুতি হিসেবেই খেলছেন এই ম্যাচটিতে। কিন্তু ব্যাট হাতে বড় রান করতে পারেননি। করেছেন ৩৯ বলে ২৬ রান। তবে বাংলাদেশ টাইগার্সের পক্ষে দারুণ ব্যাটিং করেছেন সৌম্য সরকার, মোমিনুল হক এবং নুরুল হাসান সোহান। তাদের দারুণ ব্যাটিংয়ে ৪৩.২ ওভারে ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে। সৌম্য সরকার করেন ৪০ রান। এছাড়া মোমিনুল ৭৬ বলে ৭৬ এবং সোহান ৪৫ বলে করেন ৬৫ রান। শেষ দিকে ৩৫ বলে ৩৯ রান করেন ইরফান শুক্কুর।