সীতাকুণ্ডকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে

দুই অফিসারকে বরণ অনুষ্ঠানে এস এম আল মামুন

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৩ at ১১:০৩ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট ও উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সীতাকুণ্ডকে একটি মাদকমুক্ত, উন্নত ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এতে প্রশাসনের সব ধরণের সহযোগিতা প্রত্যাশা করছি। গতকাল সীতাকুণ্ড উপজেলা পরিষদের উদ্যোগে নবাগত ইউএনও ও এসি ল্যান্ড এর বরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন একথা বলেন। উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুনের সভাপতিত্বে এবং ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংর্বধিত নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, নবাগত সহকারী কমিশনার (ভুমি) মো. আলাউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরি, সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী মনির আহমেদ, ইউপি চেয়ারম্যান এস এম রেজাউল করিম বাহার, মোরশেদ হোসেন চৌধুরী, সালাউদ্দিন আজিজ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দীপক ভট্টাচার্য, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, ইউপি সচিব সৌভন ভৌমিক, কাউন্সিলর বদিউল আলম জসিম, সফিউল আলম চৌধুরী মুরাদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে যুব এডভোকেসি সভা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময়