চসিক পরিচালিত ভোলানাথ মনোরমা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর মো. সাহেদ ইকবাল বাবু। সভাপতিত্ব করেন চসিক শিক্ষা কর্মকর্তা উজালা রাণী চাকমা। বিশেষ অতিথি ছিলেন শিশুসাহিত্যিক জসীম মেহবুব। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু কর। বক্তারা বিদ্যালয়ের শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন এবং তাদের উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন। প্রধান শিক্ষক বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা ও বিদ্যালয় ভবনের তৃতীয় তলার অসম্পূর্ণ নির্মাণ কাজ সমাপ্ত করার প্রয়োজনীয়তার প্রতি শিক্ষা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন। শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন খান। এতে বক্তারা বলেন, একটি দেশ ও জাতীর উন্নয়নে শিক্ষার বিকল্প নাই। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির চরম শেখড়ে উত্তির্ণ হওয়া সম্ভব নয়। তাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের কর্ণদ্বার। জাতি শিক্ষিত হলেই দেশ এগিয়ে যাবে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। উচ্চশিক্ষা গ্রহণ করেও যখন মানুষ বিনয়ী, অহংকারমুক্ত হয়, তখন তাকে জ্ঞান অর্জনের পথিক বলা যায়। জ্ঞানের ধর্মই বিনয়ী করা। আবার সুশিক্ষার কাজও তাই। মানুষকে মনুষ্যত্বের পথ দেখায়।