যৌতুক না পেয়ে স্ত্রীকে মারধর স্বামীর কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:৪৩ পূর্বাহ্ণ

কর্ণফুলীর শিকলবাহায় যৌতুকের টাকা চেয়ে না পেয়ে স্ত্রীকে মারধরের দায়ে স্বামী সাজ্জাদ হোসেনকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজ্জাদ হোসেন শিকলবাহা এলাকার মো. হাশেমের ছেলে। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় ঘোষণা করেন। এ সময় সাজ্জাদ হোসেন হাজির ছিলেন না। এ জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম সেন্টু আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক সাজ্জাদকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, ২০২০ সালের ১৬ নভেম্বর শিকলবাহার বড় মাঝির বাড়ি এলাকায় স্ত্রীকে মারধরের এ ঘটনা ঘটে। যৌতুকের টাকা চেয়ে না পেয়ে এ মারধর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী সাজ্জাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষ করে চার্জশিট দিলে ২০২২ সালের ২৯ জুন তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধবিজিবি-বিএসএফের চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন সম্পন্ন
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার শয্যাপাশে কোকোর স্ত্রী