মেডিকেলে ভর্তির প্রশ্নফাঁস

এবার গ্রেপ্তার অভিভাবক ও শিক্ষার্থী

| বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৩০ পূর্বাহ্ণ

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের তদন্তে এবার অভিভাবক ও শিক্ষার্থীদের তথ্যও বেরিয়ে আসছে। সবশেষ এক অভিভাবককে গ্রেপ্তার করা হয়েছে, যিনি টাকার বিনিময়ে নিজের সন্তানদের হাতে তুলে দিয়েছিলেন ফাঁস হওয়া প্রশ্ন। এছাড়া, এমন চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা ফাঁসহওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে সুযোগ পেয়ে রীতিমতো পাস করে চিকিৎসক বনে গেছেন। খবর বাংলানিউজের।

মেডিকেলের প্রশ্নফাঁসের ঘটনায় সম্প্রতি চলমান অভিযানে সর্বশেষ ৭ জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিভাবক হিসেবে সন্তানের হাতে ফাঁসহওয়া প্রশ্ন তুলে দেওয়ার দায়ে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাকসুদা আক্তার মালা (৫২)। গ্রেপ্তার বাকিরা হলেনডা. কে এম বশিরুল হক (৪৮), ডা. অনিমেষ কুমার কুন্ডু (৩৩), জাকিয়া ফারইভা ইভানা (৩৫), সাবরিনা নুসরাত রেজা টুসী (২৫), জাকারিয়া আশরাফ (২৬) ও মৈত্রী সাহা (২৭)

সিআইডি জানায়, গত ৩০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ১২ ডাক্তারসহ ১৭ জনকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার টিম। এদের মধ্যে ১০ নিজেদের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্য ও ফাঁস হওয়া প্রশ্নপত্রের মাধ্যমে বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি হওয়া অসংখ্য শিক্ষার্থীর নাম পাওয়া যায়। এছাড়াও এ চক্রের মাস্টারমাইন্ড জসীম উদ্দিন ভুইয়া মুন্নুর কাছে থেকে উদ্ধার হওয়া গোপন ডায়েরি থেকে সারা দেশে ছড়িয়ে থাকা চক্রের সদস্যদের সন্ধান পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় গত ১০ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মেডিকেল কলেজে ভর্তির প্রশ্নফাঁস চক্রের অন্যতম মূল হোতাসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাকসুদা আক্তার মালা ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা। ২০১৫ সালে নিজের মেয়ে ইকরাসহ আরও ৭ জন শিক্ষার্থীকে ফাঁসকৃত প্রশ্নপত্রের মাধ্যমে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তি করিয়েছেন। গ্রেপ্তার ডা. কে এম বশিরুল হক থ্রি ডক্টরস কোচিং সেন্টারের পরিচালক ও দীর্ঘদিন ধরে প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত ছিলেন। প্রশ্ন ফাঁসের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীকে বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি করিয়েছেন তিনি। ইতোপূর্বে গ্রেপ্তার একাধিক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ডা. বশিরুল হকের নাম এসেছে। এছাড়া, প্রশ্নফাঁস চক্রের মাস্টারমাইন্ড জসীমের গোপন ডায়েরিতে তার নাম রয়েছে। গ্রেপ্তার ডা. অনিমেষ কুমার কুন্ডু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন মেডিকেল অফিসার। ২০১৫ সালে ১০ জন শিক্ষার্থীকে ফাঁসকৃত প্রশ্ন পড়িয়েছেন তিনি। এদের মধ্যে ৮ জন বিভিন্ন মেডিকেলে সুযোগ পেয়েছেন। গ্রেপ্তার জাকিয়া ফারইভা ইভানা ঢাকা মেডিক্যাল কলেজের প্রাক্তন শিক্ষার্থী। ডা. ইভানা ২০০৬০৭ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ৬০তম স্থান অর্জন করেন। তিনি মেডিকেল প্রশ্নফাঁস চক্রের অন্যতম হোতা ডা. ময়েজ উদ্দিন আহমেদ প্রধানের কাছ থেকে প্রশ্ন পেয়ে ঢাকা মেডিকেল কলেজে সুযোগ পান। গ্রেপ্তার সাবরিনা নুসরাত রেজা টুসী রংপুর মেডিকেল কলেজের ২০১৫১৬ সেশনের প্রাক্তন শিক্ষার্থী। গ্রেপ্তার অভিযুক্ত ডা. অনিমেষের মাধ্যমে প্রশ্ন পেয়ে রংপুর মেডিকেল কলেজে সুযোগ পান তিনি। গ্রেপ্তার জাকারিয়া আশরাফ ও মৈত্রী সাহা ২০১৫১৬ সেশনের ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী। এ দুজনও অভিযুক্ত ডা. অনিমেষের মাধ্যমে প্রশ্ন পেয়ে ঢাকা মেডিকেল কলেজে সুযোগ পান।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেক বই, ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা (নং৪৩) দায়ের করা হয়েছে। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধলিবিয়ায় বন্যায় প্রাণহানি ২০ হাজার ছুঁতে পারে
পরবর্তী নিবন্ধস্বরাষ্ট্রমন্ত্রীকে বাজাজ পালসার এন-২৫০ মোটরসাইকেল উপহার