বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সমিতি ঘোনা নামক সমুদ্র উপকূল থেকে এক অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় জনগণের কাছ থেকে খবর পেয়ে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদারের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, “উদ্ধার করা অর্ধগলিত লাশটি ফিশিং বোট থেকে ছিটকে পড়ে থাকতে পারে।”
তদন্ত করে প্রকৃত রহস্য উৎঘাটন এবং পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।












