টিয়া

অদিতি আরেফীন | বুধবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৫৬ পূর্বাহ্ণ

(৩২,০০৪)

টিয়া পাখির বাসা আছে

কৃষ্ণচূড়ার শাখায়,

মুগ্ধ করা দৃশ্য আছে

টিয়ার সবুজ পাখায়।

তার চোখেতে যাদু আছে,

আলো আছে সুরে,

দেখলে তাকে মনের মাঝে

সুখের ফড়িঙ উড়ে।

পূর্ববর্তী নিবন্ধচাঁদের বুড়ি
পরবর্তী নিবন্ধআমার প্রিয় বাংলাদেশ